
প্রশ্ন
কেঁচোর মাটি পাক কি-না? এর দ্বারা ঢিলা-কুলুখ ব্যবহার করা জায়িয হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যেহেতু কেঁচো জমিনের কীট-পতঙ্গ জাতীয় প্রাণী। রক্ত বিশিষ্ট প্রাণী নয়। অতএব, এর মুখের লালা ও এবং পায়খানা নাপাক নয়। সুতরাং কেঁচোর মাটিও নাপাক নয়। একই কারণ মধুতেও বিদ্যমান। কারণ, তাতে মধু পোকার পায়খানার মিশ্রণ থাকে। কেঁচোর মাটি নাপাক ধরলে, মধুকেও নাপাক ধরতে হবে। অথচ সর্বসম্মতভাবে মধু নাপাক নয়। সুতরাং কেঁচোর মাটিও নাপাক নয়। তা দ্বারা ঢিলা-কুলুখ জায়িয হবে। নাপাক শরীর ও নাপাক কাপড় ধোয়া পানির ছিটা ও গোসলান্তে গায়ে লেগে থাকা পানির হুকুম।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- ঢিলা-কুলুখ বা টয়লেট পেপার না পেলে করণীয়
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- দান সদকা কাদের দেয়া যাবে
- ছেলের স্ত্রীকে স্পর্শ করার দ্বারা কি স্ত্রীটি ছেলের জন্য হারাম হয়ে যায়
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে কি