
প্রশ্ন
জনৈক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত জামা‘আতের সাথে আদায় করেন। কিন্তু কোন কোন দিন বিশেষ উযরবশতঃ ঘরে স্বামী ইমাম হয়ে স্ত্রীকে মুক্তাদী বানিয়ে জামা‘আতে নামায আদায় করে নেয়। এখন প্রশ্ন হল, এরূপ নামাযের দ্বারা জামা‘আতে নামায আদায়ের সওয়াব হবে কি-না? এবং স্বামী-স্ত্রী দু’জনে জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায় করলে উক্ত নামায সহীহ্ হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উল্লেখিত বর্ণনা মুতাবিক উযরবশতঃ স্বামী ইমাম হয়ে স্ত্রীকে মুক্তাদী বানিয়ে জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায় করলে নামায হয়ে যাবে এবং জামা‘আতের সওয়াবও পাওয়া যাবে। তবে মসজিদের জামা‘আতের সমান সওয়াব পাওয়া যাবে না। এখানে প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, বিনা উযরে মসজিদের জামা‘আত তরক করা জায়েয নয়। কারণ, মসজিদের প্রতিবেশীর জন্যে মসজিদে জামা‘আতের সাথে নামায পড়া ওয়াজিব। এখানে স্মরণ রাখা দরকার যে, স্বামী-স্ত্রী জামা’আতবদ্ধ নামায পড়লে স্ত্রীকে স্বামীর পিছনের কাতারে দাঁড়াতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৬৬
- ফাতাওয়ায়ে শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৬৬
- ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৬৯
- ইবনে মাজাহ, পৃষ্ঠা: ৫৭
আনুষঙ্গিক ফতোয়া
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- পর্দার সমস্যা হলে পিতা মাতা রাজি না হওয়া সত্বেও আলাদা হয়ে যাবে কি
- রোযা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা ও তার কাযা, কাফফারা
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া
- রোযা রেখে জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করলে স্বামী স্ত্রীর রোযার বিধান কী
- অন্যের পক্ষ থেকে রোযা কাযা করার হুকুম
- আগরবাতি সম্মুখে জ্বালানো অবস্থায় নামায আদায়
- স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হলে কী করবে