
প্রশ্ন
আমি কম্পিউটারের কিছু প্রোগ্রাম শেখার জন্য এক সেন্টারে ৩ মাসের জন্য ১০ হাজার টাকার বিনিময়ে ভর্তি হয়েছিলাম। আমি প্রোগ্রামগুলো শেখা শুরু করি। কিন্তু দশ দিন যাওয়ার পর আমার কাছে আর তা ভালো লাগেনি। তাই সেখানকার প্রধানকে বলেছি যে, আমি শুধু দশ দিনের প্রোগ্রাম ফি দিব। সে এতে রাজি হয়েছে। জানালে কৃতজ্ঞ থাকব যে, শরীয়তের বিধান অনুযায়ী আমার প্রস্তাব কি ঠিক হয়েছে? নাকি পুরা ৩ মাসের ফি দিতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সেন্টার-প্রধান যেহেতু দশ দিনের ফি নিতে রাজি হয়েছেন তাই আপনি ঐ দিনগুলোর ফি দিলে দায়িত্বমুক্ত হয়ে যাবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪১৩
- শরহুল মাজাল্লাহ খালিদ আতাসী, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৮৩
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ১০৫
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪
আনুষঙ্গিক ফতোয়া
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না
- গরীব হলে কি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া জায়েজ আছে?
- নামাযে বাজে চিন্তা আসলে করণীয় কী নামাযরত অবস্থায় ওজু চলে গেছে মনে হলে কী করবে
- চিল্লায় বের হলে মুসাফির না মুকিম থাকবে
- পেট হতে অতিমাত্রায় গ্যাস বের হলে করণীয়
- যে কারণে মূসা আ. আযরাঈল আ.-কে চপেটাঘাত করেন
- চার ইমামের চার মাযহাবের কারণে বিভক্তি ছড়িয়ে পড়েছে এজন্য চার ইমামকেই ছেড়ে দিতে হবে একতা রক্ষার জন্য”
- নামাযে মোবাইল বেজে উঠলে করনীয়