
প্রশ্ন
কোন বিধর্মীকে সালাম দেয়ার হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কোন গায়রে মুসলিমকে সালাম দেয়া জায়েজ নয়। তবে তারা যদি সালাম দিয়ে দেয়। তাহলে জবাবে বলবে ওয়াআলাইকুম। عن انس رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اذا سلم عليكم أهل الكتاب فقولوا: وعليكم (متفق عليه)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- বিধর্মীদের দোকান ও বাড়ি ভাড়া দেয়ার হুকুম কি
- বিধর্মীদের কিভাবে সম্মান দেখাবে তাদের আদাব, নমস্তে বলার হুকুম কি তাদের সালাম দেয়া যাবে কি
- গায়রে মাহরামকে সালাম দেয়ার হুকুম কি
- চেয়ারে বসে নামায পড়া বিষয়ক কয়েকটি জরুরী মাসআলা
- বিধর্মীদের সাথে বন্ধুত্ব এবং উলামায়ে কিরামকে গালি দেয়া
- ইফতার মাহফিলে বিধর্মীকে দাওয়াত দেয়া এবং বিধর্মীর চাঁদা নেয়ার হুকুম
- বিধর্মী রাষ্ট্রে বসবাসের হুকুম কি
- মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর চার কোণে গাছের ডাল গেড়ে দেওয়া