
প্রশ্ন
কোন মাছ খাওয়া মাকরূহ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সমুদ্র বিশেষজ্ঞদের মতে পানিতে বসবাসকারী যেসব প্রাণীকে মাছ বলা হয় সে সবের মাঝে মানুষ কর্তৃক কোন আঘাত ছাড়া যেসব মাছ মরে ভেসে উঠে সে সকল মাছ খাওয়া মাকরূহ।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ৯, পৃষ্ঠা: ৪৪৫
- আল হিদায়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪২৬
- মাজমাউল আনহুর, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৩৪
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১৮, পৃষ্ঠা: ৪৮