
প্রশ্ন
কবলাল জুমআর চার রাকআত নামায জুমআর পরে আদায় করা যাবে কি না? যদি আদায় করে তবে কি বলে নিয়ত করবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, জুমআর আগের চার রাকাত সুন্নত ছুটে গেলে তা জুমআর পরে আদায় করা যাবে। ‘পূর্বের চার রাকাত সুন্নত পড়ছি’ এমন নিয়তই যথেষ্ট হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩৮৯
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩৫
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৪
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪১৫