
প্রশ্ন
খালাত বা ফুপাত বোনের মেয়েকে বিবাহ করা জায়েয আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জ্বী, খালাত বা ফুফাত বোনের মেয়েকে বিবাহ করা জায়েয।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩০
- সূরা: নিসা, আয়াত: ২৪
আনুষঙ্গিক ফতোয়া
- স্ত্রী, এক কন্যা ও ভাই-বোনদের মাঝে মিরাস বন্টন
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- ছেলে থাকা অবস্থায় মৃতের ভাই-বোনের মেয়েরা কি সম্পদের ভাগ পাবে
- দুধ ভাইয়ের বোনকে বিবাহ করা
- পিতা না থাকা অবস্থায় মা তার নাবালেগ মেয়েকে বিবাহ দিলে বিবাহ সম্পন্ন হবে কি
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- গায়রে মাহরামের সাথে হজ্জের সফর করা