বিবিধ Fatwa Cover

খালি ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া

মাসিক আল কাউসারবিবিধ


প্রশ্ন

একটি ছোট্ট বইয়ে পড়েছি, খালি ঘরে প্রবেশের সময় এভাবে সালাম দেওয়া মুস্তাহাব-‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন।’ কথাটি কি সঠিক? কোন হাদীস থাকলে বরাতসহ জানালে উপকৃত হব।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, কথাটি সঠিক। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ‘খালি ঘরে বা মসজিদে প্রবেশকালে এভাবে সালাম দিবে-‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন।’’ বিখ্যাত তাবেয়ী ইকরিমা রাহ. থেকেও এরূপ বর্ণিত আছে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ২২৩
  • আলআদাবুল মুফরাদ, পৃষ্ঠা: ১,০৫৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬
  • ফাতহুল বারী, খন্ড: ১১, পৃষ্ঠা: ২২