
প্রশ্ন
একটি ছোট্ট বইয়ে পড়েছি, খালি ঘরে প্রবেশের সময় এভাবে সালাম দেওয়া মুস্তাহাব-‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন।’ কথাটি কি সঠিক? কোন হাদীস থাকলে বরাতসহ জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, কথাটি সঠিক। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ‘খালি ঘরে বা মসজিদে প্রবেশকালে এভাবে সালাম দিবে-‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন।’’ বিখ্যাত তাবেয়ী ইকরিমা রাহ. থেকেও এরূপ বর্ণিত আছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ২২৩
- আলআদাবুল মুফরাদ, পৃষ্ঠা: ১,০৫৫
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪১৬
- ফাতহুল বারী, খন্ড: ১১, পৃষ্ঠা: ২২
আনুষঙ্গিক ফতোয়া
- সিজদার মাঝে উভয় পা খাড়া রাখা
- সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি না?
- একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে মারা যাওয়া মুসলমানগণ কি শহীদ নয়
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- মক্কায় প্রবেশ করার পর হজ্ব করতে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও কি হজ্ব ফরজ হয়ে যায়
- ফরজ গোসলে নাকের ভিতরে পানি পৌঁছানোর পদ্ধতি
- একটি নদী দিয়ে আল্লাহ তায়া'লার পরীক্ষা