নামায Fatwa Cover

খুৎবা ও ইমামতী

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

আমাদের এলাকায় ঈদের নামাযে একজন ইমাম সাহেব নামায পড়েছেন ও অন্যজন খুৎবা পাঠ করেছেন এতে নামাযের কোন ক্ষতি হয়েছে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উল্লেখিত সুরতে নামায আদায় হয়ে গিয়েছে। তবে উত্তম এটাই যে, যিনি নামায পড়াবেন, তিনিই খুৎবা দিবেন।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৮৪
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৬২