নামায Fatwa Cover

খুৎবা চলাকালীন সময় দুরূদ শরীফ ইত্যাদি পড়া

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

কোন কোন লোকের মুখে শুনি যে, ইমাম জুম‘আর দিন খুৎবা দেওয়ার জন্য মিম্বরে উঠলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম আসলেও কোন প্রকার দরূদ পড়া যাবে না। এর বাস্তবতা জানিয়ে বাধিত করবেন।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

খুৎবা যেহেতু নামাযের মত ইবাদত এবং খুৎবার সময় নামায-কালাম এমনকি আমর বিল মারূফ, নাহি আনিল মুনকার (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) ও নিষিদ্ধ এবং এর দ্বারা জুম‘আর ফযীলত বাতিল হয়ে যায়। এই সহীহ হাদিসের কারণে খুৎবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম মুবারক শুনলে দিলে দিলে দরূদ পড়ে নিবে , কিন্তু মুখে উচ্চারণ করে পড়বে না। দরূদ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মহাব্বত তো প্রকাশ করতেই হবে। তবে তা নিজের মর্যী মত নয়। বরং শরী‘আতের নির্দেশ মত।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৩