
প্রশ্ন
আমাদের এলাকার খতীব খুতবা ছাড়াই জুমার নামায পড়িয়েছেন। জানতে চাই,এ জুমার নামায আদায় হয়েছে কি না এবং জুমার দিন খুতবা পড়ার কী হুকুম?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জুমার নামায সহীহ হওয়ার জন্য খুতবা অন্যতম শর্ত। খুতবা ব্যতীত জুমার নামায আদায় হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে জুমার নামায আদায় হয়নি। সকলকে ঐ দিনের যোহরের নামায কাযা করে নিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪৯
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৩
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮২
- মাজমাউল আনহুর, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৫
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৯
আনুষঙ্গিক ফতোয়া
- জুমার খুতবার নামাজের আগে হওয়ার ঘটনা
- আরবী ছাড়া অন্য ভাষায় জুমআর খুতবা দেয়া বিদআত
- জুমার সালাত দুইজনে আদায় করা যায় কি?
- জুমার খুৎবা বসে দেওয়া
- ক'বলাল জুমার পর আদায় করা
- জুমার নামায না পেলে যোহরের নামায জামাত করে পড়বে না একা পড়বে
- জুমার পূর্বের চার রাকাত সুন্নত
- করোনা মহামারীর কারণে লকডাউন অবস্থায় জুমআ ও যোহর আদায় সম্পর্কে যা জানা জরুরী