
প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলন আছে যে, শীতকালে গাছিরা খেজুর গাছ ভাড়া নেয়। পুরো শীত মৌসুমে খেজুরের রস বিক্রি করে যে টাকা আয় হয় তা থেকে তারা মালিকের ভাড়া পরিশোধ করে। প্রশ্ন হল, উক্ত কারবারটি শরীয়তের দৃষ্টিতে সহীহ কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রসের উদ্দেশ্যে খেজুর গাছ ভাড়া দেওয়া-নেওয়া জায়েয নয়। উল্লেখ্য, প্রশ্নোক্ত কারবারটি শরীয়তসম্মতভাবে করতে চাইলে এভাবে করতে পারবে যে, গাছি গাছ কেটে রস সংগ্রহ করে দিবে এবং তা বিক্রি করে দিবে আর তার পরিশ্রমের বিনিময়ে সে মালিক থেকে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক নিবে। এক্ষেত্রে রস বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা পাবে গাছের মালিক।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৭
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৮
আনুষঙ্গিক ফতোয়া
- মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর চার কোণে গাছের ডাল গেড়ে দেওয়া
- কবরে গাছের ডাল গাড়া
- বিয়ের পর খেজুর ছিটানো
- ভুলবশত ঈদগাহের জমিতে গাছ লাগালে সে গাছ কার হবে আর তার ফল কে ভোগ করবে
- গান গাওয়া, গান শোনা এবং কোনো গানকে ভালো বলা
- কবরস্থানের গাছ বিক্রি করা
- কোন অপরাধীর পিতা-মাতাকে গালি দেয়া জায়েজ হবে কি
- মাছ শিকার করার জন্য যৌথভাবে জাল ক্রয় করা