
প্রশ্ন
আমার ছেলের বয়স চার বছর। একদিন রাতে সে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে ওঠার পর আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, ঘুমন্ত অবস্থায় কীভাবে যেন তার খৎনা করা হয়ে গেছে। কিন্তু খৎনা করার জন্য যে অতিরিক্ত চামড়াটুকু কেটে ফেলতে হয় তা পুরোপুরি কাটেনি; কিছু অংশ এখনো রয়ে গেছে। এমতাবস্থায় আমার ছেলের কি খৎনা আদায় হয়েছে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে খৎনার জন্য যতটুকু কাটা আবশ্যক প্রায় এ পরিমাণ যদি কাটা হয়ে যায় তাহলে তার খৎনা সম্পন্ন হয়ে গেছে বলে ধর্তব্য হবে। সেক্ষেত্রে অবশিষ্ট চামড়াটুকু কেটে ফেলার প্রয়োজন নেই। আর যদি খৎনার জন্য যতটুকু কাটা জরুরি তা কাটা না হয়ে থাকে তাহলে পরিপূর্ণভাবে খৎনা সম্পন্ন করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪০৯
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৪৫
- মিনহাতুস, খন্ড: ১, পৃষ্ঠা: ৪২৬
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৭৫১
আনুষঙ্গিক ফতোয়া
- মহিলাদের খৎনা করার হুকুম কি
- প্রাপ্ত বয়স্ক নও মুসলিমদের খৎনা
- শরয়ী দৃষ্টিতে খতনা
- স্থাবর সম্পদের মূল্যের উপর কী কুরবানী আবশ্যক হয়
- সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বের না হলেও কি গোসল করা আবশ্যক
- টেবিলের উপরে খানা খাওয়া
- শরয়ী মাসআলা ইস্তিম্বাত তথা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হবার জন্য কি কি শর্ত আবশ্যক
- তারাবীহের নামাযে কুরআন খতম করা