
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে কুরবানীর নেসাবের মালিক তার যিম্মায় যে কোন একটি জানোয়ার কুরবানী করা ওয়াজিব। নির্দিষ্ট কোন গরু-বকরী কুরবানী করা জরুরী নয়। সুতরাং ধনী ব্যক্তির কুরবানীর জন্তু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অন্য একটি ক্রয় করে দিলেই তার যিম্মা থেকে আদায় হয়ে যাবে। হারানো জন্তু পাওয়ার পর সেটাকেও কুরবানী করতে হবে না। পক্ষান্তরে গরীব লোকের যিম্মায় কুরবানী করা শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব নয়। কিন্তু, সে যদি কুরবানীর নিয়্যতে কোন প্রাণী ক্রয় করে তাহলে সে নির্দিষ্ট প্রাণীটি কুরবানী করা তার উপর ওয়াজিব হয়ে যায়। কারণ, গরীব লোকের জন্য কুরবানীর নিয়্যাতে প্রাণী ক্রয় করা এক ধরনের মান্নত যা পূর্ণ করা জরুরী। আর হারানো পশুটিকে কুরবানী করা যেহেতু পূর্ব থেকেই তার উপর ওয়াজিব ছিল, তাই সেটিকে পাওয়ার পর সেটিকেও কুরবানী করতে হবে। অর্থাৎ উভয়টিকে কুরবানী করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩২৫
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫৬৬
আনুষঙ্গিক ফতোয়া
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- কুরবানীর চামড়া গরীবদের দেয়া উত্তম নাকি মাদরাসার গরীব ছাত্রদের দেয়া উত্তম
- এ বৎসরের কুরবানী আগামী বৎসরে করা
- অংশীদারিত্বের কুরবানী
- কুরবানীর জন্তু তিন দিনের মধ্যে কুরবানী না করা
- কুরবানী জন্তুর মূল্য দান করা
- কুরবানী ওয়াজিব হওয়ার শর্তাবলী ও চামড়ার হুকুম
- হারাম টাকা উপার্জনকারীর সাথে কুরবানী দেয়ার হুকুম কি