
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
গান-বাজনা শরী‘আতের দৃষ্টিতে হারাম ও মহাপাপ। রাসুলে কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামত সংঘঠিত হওয়ার পূর্বে পাপকার্য ব্যাপকহারে বৃদ্ধি পাবে। নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যাপকতা এর অন্যতম। (তিরমিযী শরীফ) অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল ‘আলামীন আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য প্রেরণ করেছেন। (মুসনাদে আহমদ) পবিত্র কুরআনে সূরায়ে লুকমান আয়াত নং ৬ এবং সূরায়ে বনী ইস্রাইল আয়াত নং ৬৪, উক্ত আয়াতদ্বয়ে গান এবং বাদ্যযন্ত্র বাজানো হারাম। যারা পাপ কাজে জড়িত হবে তাদের জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। কাজেই প্রত্যেক মুসলমানদের জন্য এই মহাপাপ থেকে বিরত থাকা ফরয। যেহেতু গান গাওয়া এবং বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি শরী‘আতের দৃষ্টিতে হারাম ও মহাপাপ সুতরাং গান শোনা জায়িয হওয়ার কোন প্রশ্নই উঠে না। অবশ্য যদি বিষয়বস্তু সম্পূর্ণ ইসলামী হয় এবং তার সাথে কোন বাদ্যযন্ত্র না থাকে এবং কোন পুরুষ তা পড়ে, যাকে গযল বলা হয় এটা জায়িয আছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- রূহুল মাআনী, খন্ড: ১১, পৃষ্ঠা: ৬৭
- লিসানুল আরব, খন্ড: ৪, পৃষ্ঠা: ২
- দুররে মুখতার, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৪৫
- নাইলুল আওতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ১০০
- মিশকাত, পৃষ্ঠা: ৪১১
- সূরা: লোকমান, আয়াত: ৬
আনুষঙ্গিক ফতোয়া
- ক্যাসেটে তিলাওয়াত ও গান শোনার হুকুম
- ঈদের খুতবার সময় কথাবার্তা বলা
- গান গাওয়া, গান শোনা এবং কোনো গানকে ভালো বলা
- গানের উৎপত্তি কোথেকে? তার হুকুম কি?
- বাম হাতে পানি পান করা
- গান বাজনাকারী ইমামের পিছনে ইক্তিদা
- ধানগুলো মাড়াইয়ের পারিশ্রমিক মাড়াইকৃত ধান থেকে দেওয়া
- মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর চার কোণে গাছের ডাল গেড়ে দেওয়া