যাকাত-ফিতরা Fatwa Cover

গাড়ীর উপর যাকাত

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা


প্রশ্ন

আমার কয়েকটি মাইক্রোবাস আছে। এগুলো ভাড়ায় খাটাই। জানতে চাই, বছর শেষে ঐ গাড়িগুলোর কি যাকাত দিতে হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না। ঐ গাড়ির যাকাত দিতে হবে না। কেননা এগুলো যাকাতযোগ্য সম্পদ নয়। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেছেন, যে সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই যাকাত ফরয হয়। অন্যান্য আসবাবপত্রে যাকাত ফরয হয় না। তবে ভাড়া বাবদ যে অর্থ আসে তা যাকাতযোগ্য সম্পদ।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নম্বর: ১০,৫৬০