জায়েয-নাজায়েয Fatwa Cover

গায়রে মাহরামকে সালাম দেয়ার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয


প্রশ্ন

গায়রে মাহরাম মহিলাকে সালাম দেয়ার হুকুম কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি তার প্রতি আকৃষ্ট হবার শংকা থাকে, তাহলে সালাম দেয়া জায়েজ নেই। যদি আশংকা না থাকে, তাহলে জায়েজ আছে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৬১৮