
প্রশ্ন
আমাদের গ্রামের বাড়ির উঠান গোবর দ্বারা লেপ দেওয়া হয়। মাঝেমধ্যে তাতে ভিজা কাপড় শুকাতে দেই। জানার বিষয় হল, এতে কি ভিজা কাপড় নাপাক হয়ে যাবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
গোবরের লেপযুক্ত শুকনো উঠানে যদি ভিজা কাপড় দেওয়া হয় এবং তাতে নাপাকির কোনো আলামত অর্থাৎ রং বা গন্ধ এর কোনোটি প্রকাশ না পায় তবে ঐ কাপড় নাপাক হবে না। আর যদি নাপাকির কোনো আলামত প্রকাশ পায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫
- ফাতওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৭
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪৬
আনুষঙ্গিক ফতোয়া
- গরুর গোবর বিক্রয় করা
- দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা
- মাসিকের সময় কোরআনের আয়াত পড়া ও লেখা
- ৭৮৬ লিখার দ্বারা কি বিসমিল্লাহ লিখার ফযীলত অর্জিত হয়
- কেঁচোর মাটি দ্বারা কুলুখ নেয়া
- ইংরেজী লাইনে পড়া-লেখা ও উলামায়ে কিরামের দৃষ্টিভংগী
- অজু ছাড়া ফোনের কোরআন শরীফ অ্যাপে স্পর্শ করা
- বিনিময়ের মাধ্যমে অন্যের দ্বারা সাওয়াব রিসানী