
প্রশ্ন
গোসলের পর পাত্রে যে অবশিষ্ট পানি থাকে, তা দিয়ে উযু করা জায়িয আছে কি-না ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
গোসলের পর পাত্রে যে অবশিষ্ট যে পানি অবশিষ্ট থাকে তা পাক। সুতরাং উক্ত পানি দ্বারা উযু-গোসল ইত্যাদি করা জায়িয আছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদদুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮১
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৩