পবিত্রতা Fatwa Cover

গোসল করতে অক্ষম ব্যক্তির ফরজ গোসল হলে করণীয়

মাসিক আল কাউসারপবিত্রতা


প্রশ্ন

ক. গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি অসুস্থতার কারণে গোসল করতে অক্ষম। কিন্তু অযু করতে সক্ষম এবং তার নিকট পর্যাপ্ত পরিমাণ পানিও রয়েছে। আমার প্রশ্ন হল, উক্ত অবস্থায় কি শুধু তায়াম্মুম করে নামায পড়লেই যথেষ্ট হবে নাকি তায়াম্মুমের সাথে অযুও করতে হবে? খ. জনৈক ব্যক্তি ঘুম থেকে উঠে কাপড়ে ভিজা বা শক্ত শক্ত অনুভব করেছে। কিন্তু তার স্বপ্নের কথা স্মরণ নেই এবং এটা কি বীর্য না অন্য কিছু তাও বুঝতে পারছে না। আমার প্রশ্ন হল,উল্লেখিত অবস্থায় কি ঐ ব্যক্তির উপর গোসল করা ফরয?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ক. প্রশ্নোক্ত ক্ষেত্রে শুধু তায়াম্মুম করে নামায পড়বে, অযু করবে না। তায়াম্মুমের সাথে অযু করার বিধান নেই। উল্লেখ্য, গোসলের জন্য তায়াম্মুম করার পরে ঐ ব্যক্তি থেকে অযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলে তখন অযু করা জরুরি। কেননা সে অযু করতে সক্ষম। খ. ঘুম থেকে উঠে কাপড়ে ভিজা পেলে কিংবা বীর্যের আলামত পেলে স্বপ্নের কথা স্মরণ না হলেও গোসল করা ফরয। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির জন্য গোসল করা ফরয। হাদীস শরীফে এসেছে, আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ঘুম থেকে উঠার পর ভিজা অনুভব করে, কিন্তু তার স্বপ্নের কথা স্মরণ নেই তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, হ্যাঁ, তাকে গোসল করতে হবে। আর ঐ ব্যক্তি যার স্বপ্নের কথা স্মরণ আছে কিন্তু সে কাপড়ে বা শরীরে কোনো ভিজা পায়নি তার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, না, তার জন্য গোসল করা জরুরি নয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৫৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৪৮
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩
  • মাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ৬৯
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৫৪
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৫৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৩০
  • জামে তিরমিযী, হাদীস নম্বর: ১১৩
  • সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ২৪০