
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অজু শুদ্ধ হবার জন্য চারটি কাজ হল ফরজ। যথা- ১-পূর্ণ মুখ ধৌত করা। ২-উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা। ৩-মাথা মাসাহ করা। ৪-উভয় পা ধৌত করা। যেহেতু গোসলের দ্বারা উক্ত চারটি কাজই ভালভাবে সম্পন্ন হয়ে যায়। তাই গোসল করার পর আলাদাভাবে অজু করার প্রয়োজন নেই। গোসল করার দ্বারাই অজু হয়ে যায়। তাই গোসল সম্পন্ন করার পর নতুন করে ওজু না করে নামায পড়লে শুদ্ধ হয়ে যাবে। কোন সমস্যা নেই। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ (٥:٦) হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং তোমাদের মাথাকে মাসাহ কর। আর পদযুগল গিটসহ ধৌত (সূরা মায়িদা-৬)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- গোসলের পর নতুন উযু করার হুকুম
- গোসল করার সুন্নত তরীকা
- গোসল করতে অক্ষম ব্যক্তির ফরজ গোসল হলে করণীয়
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নামায আদায়
- মহিলাদের জন্য লিপষ্টিক ও নেল ব্যবহার করার হুকুম কি
- রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া
- জানাযার জন্য করা ওযু দ্বারা নামাজ আদায় করা