
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইশার জামাত পূর্ব ঘোষিত সময়েই শুরু করা উচিত ছিল। কেননা, একে তো পূর্ব ঘোষিত সময়ের আগে জামাত শুরু করার কারণে অনেকেই জামাতে শরিক হতে পারেনি। আর নির্ধারিত সময়ে নামায শুরুর ঘোষণা একটি ওয়াদা। আর বিনা ওযরে ওয়াদা লঙ্ঘন করা গুনাহ। উল্লেখ্য, নামাযের নির্ধারিত সময়সুচি অনুযায়ী নামায পড়া উচিত। ওয়াজ নসীহতের কারণে সময়সুচি হঠাৎ করে পরিবর্তন করা ঠিক নয়। কেননা এতে অনেক নিয়মিত মুসল্লীর জামাত ছুটে যাওয়ার বা কষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম-এর যুগে ঘড়ি ছিল না এ যুক্তি দেখিয়ে তখন জামাতের জন্য সময় নির্ধারিত ছিল না-এ কথা বলা ঠিক নয়। কেননা তখনও বিভিন্ন আলমত লক্ষ্য করে জামাতের সময় নির্ধারণ করা এবং সে অনুযায়ী আযান ও জামাত শুরু হওয়ার বিবরণ বহু হাদীসে রয়েছে। তাই ঘড়ির সময় অনুযায়ী নামাযের সময়সূচি নির্ধারণ করা সুন্নত পরিপন্থী বা বিদআত বলা যায় না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতহুল বারী, খন্ড: ২, পৃষ্ঠা: ৫১
- উমদাতুল কারী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৬২
- ফয়যুল বারী, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৯
- বুলুগুল আমানী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯১
- মাআরিফুস সুনান, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৫
- আউনুল মা’বুদ, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৫
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৯২
- ফাতাওয়া উসমানী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯৬
আনুষঙ্গিক ফতোয়া
- কোন কোন ফিরকা বাতিল বলে গণ্য হবে?
- ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়া
- লকডাউনের কারণে মসজিদে একাধিক জামাত পড়ার হুকুম
- রমজানে তাহাজ্জুদের জামাত পড়ার হুকুম কী
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?
- মসজিদে জামাতের পর জানাজার নামাজ
- পাঞ্জাবির হাতার দৈর্ঘ্যের সুন্নত
- জামাতের সাথে নফল নামায আদায়