নামায Fatwa Cover

ঘরে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

জনৈক ব্যক্তি রমাযান মাসে মসজিদে ইশার নামায জামায়াতের সাথে পড়ে বাড়ীতে এসে খতম তারাবী পড়ায়। এটা কি তার জন্য ঠিক হবে। অনেক মাহরাম-গাইরে মাহরাম মহিলারাও উক্ত খতম তারাবীতে তার পিছে ইক্বতিদা করে। এখন প্রশ্ন হল উক্ত তারাবীতে মহিলাদের অংশগ্রহন করা এবং হাফেজ সাহেবের পিছনে ইকতিদা করা সহীহ হবে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদে ইশার নামায জামা‘আতের সাথে পড়ে বাড়িতে এসে তারাবীহের জামা‘আত করতে কোন অসুবিধা নেই। বরং যে সব হাফেযদের তারাবীহ নামাযে ইমামতির সুযোগ না হয় তাদের এরুপ করা চাই। এতে তাদের তারাবীহের সাওয়াব কম হবে না। আর মহিলাদের তারাবীহ এর জামা‘আতে অংশগ্রহনের জন্য নিজ ঘরোয়া পরিবেশ ছেড়ে অন্যত্র যাওয়া নাজায়িয ও মাকরূহ। অবশ্য নিজ ঘরোয়া পরিবেশে তারাবীহের জামা‘আতে অংশগ্রহন করা নিম্মবর্ণিত সুরতগুলোতে জায়িয আছে। পুরুষ ইমামের পিছে যদি অন্য পুরুষ মুক্তাদি থাকে তাহলে ইমাম সাহেবের মাহরাম, গাইরে মাহরাম অথবা শুধু গাইরে মাহরাম সব মহিলাদের ইক্তিদা শহীহ হবে। অবশ্য মহিলাদের কাতার পুরুষদের কাতারের পিছনে হবে এবং গাইরে মাহরাম মহিলারা পর্দার আড়াল থেকে ইক্তিদা করবে। যদি ইমাম সাহেবের পিছে কোন পুরুষ মুক্তাদি না থাকে এবং মহিলাদের মাঝে ইমাম সাহেবের মাহরাম মহিলাও থাকে, তাহলে তার পিছে গাইরে মাহরাম পর্দার আড়াল থেকে ইক্তিদা করতে পারবে। পক্ষান্তরে যদি ইমাম সাহেবের পিছে কোন পুরুষ বা তার কোন মাহরাম মহিলা জামা’য়াতে অংশগ্রহন না করে তাহলে সেক্ষেত্রে শুধু গাইরে মাহরাম মহিলার ইক্তিদা উক্ত ইমাম সাহেবের পিছে সহীহ হবে না বরং মাকরূহ হবে। উল্লেখ্য, মহিলাদের জন্য সর্বাবস্থায় অন্দর মহলে একাকী নামায পড়াই উওম এবং বেশী সাওয়াবের কাজ।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৫
  • আবুদাঊদ, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • ফাতাওয়ায়ে দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ২৫০