কুরবানী ও আকিকা Fatwa Cover

চাকর-চাকরানীকে কোরবানীর গোস্ত খাওয়ানো

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা


প্রশ্ন

আমরা বাসা-বাড়ীতে যে চাকর-চাকরানী রেখে থাকি। তাদেরকে কুরবানীর গোশত খাওয়ানো যাবে কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কুরবানীর গোশত বাসা-বাড়ীর চাকর-চাকরানীকে বেতন হিসেবে খাওয়ানো জায়িয হবে না। বেতন হিসেবে না খাওয়ায়ে যদি এমনিতেই খাওয়ায়, তাহলে কোন অসুবিধা হবে না। দারুল উলূম দেওবন্দের মুফতী মাহদী হাসান সাহেব (রহঃ) বলেছেন, কুরবানী বা আকীকার গোশত বেতনের মধ্যে শামিল হবে না। কারণ, মালিক যখন ঐ গোশত স্বীয় ঘরে এনে পাকায়, তখন কুবরানীর গোশতরে হুকুম খতম হয়ে সাধারণ খানার ন্যায় হয়ে যায়ে। কাজেই চাকরকে খাওয়াত কোন অসুবিধা নেই।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৯৬৬