
প্রশ্ন
চামচ দিয়ে খাদ্য খাওয়ায় কোন দোষ আছে কি? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকখনোও চামচ দিয়ে খাদ্য খেয়েছেন কি-না? এরূপে ছুরি দিয়ে কেটে কেটে গোশত খাওয়ার কি হুকুম?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রাসূলসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কখনোও চামচ দিয়ে খাদ্য খাননি। তাই বিনা প্রয়োজনে চামচ, কাটা চামচ, ইত্যাদি দিয়ে খাওয়া সুন্নাতের খিলাফ। হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে খেতেন। খাওয়ার শেষে আংগুল চেটে পরিষ্কার করতেন। গোশত ইত্যাদি ছুরি দিয়ে না কেটে দাঁত দিয়ে ছিড়ে খাওয়া সুন্নাত। তবে একান্ত জরুরতের বেলায় চামচ দিয়ে খাওয়া বা ছুরি দিয়ে কেটে গোশত খাওয়ার অনুমতি আছে। তবে এক্ষেত্রে বিধর্মীদের সামঞ্জস্য থেকে পরহেয করতে হবে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম নিজে কোন কোন সময় ছুরি দিয়ে কেটে গোশত খেয়েছেন। কারণ, গোশত খুবই শক্ত ছিল। দাঁত দিয়ে কাটার উপযোগী ছিল না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমগীরী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩৩৭
- জাদীদ ফিকহী মাসায়িল, পৃষ্ঠা: ১৮০
আনুষঙ্গিক ফতোয়া
- ছুরি দিয়ে মাছ শিকার
- কুরবানীর চামড়া কুরবানীদাতার গ্রহণ করা
- দেওবন্দী উলামায়ে কেরামের কাছে সকল প্রকার কাক খাওয়া জায়েজ
- গরুর নাড়িভুরি খাওয়ার হুকুম কি হালাল প্রাণীর কোন অঙ্গ খাওয়া নিষেধ
- হারাম উপার্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়া কি জায়েজ
- ইমামের জন্য নামাযী-বেনামাযী সকলের ঘরে খাওয়া ও বেতন নেয়া
- কসাইয়ের পারিশ্রমিক কুরবানীর গোশত ও চামড়া দিয়ে দেওয়া
- গুই সাপ খাওয়া জায়েজ কিনা?