
চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ ও দুআয়ে মাসুরা পড়ে ফেললে হুকুম কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•নামায•
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
চার রাকাত বিশিষ্ট নামাযে দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর ভুলে দরূদ বা দুআয়ে মাসুরা মিলিয়ে ফেললে সাহু সেজদা আবশ্যক হবে। হযরত শাবী রহঃ বলেন-যে ব্যক্তি প্রথম দুই রাকাতের বৈঠকে তাশাহুদের পর কোন কিছু পড়ে, তাহলে তার উপর দুই সেজদা দেয়া আবশ্যক। তথা সেজদায়ে সাহু। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৩৯; ফাতাওয়ায়ে শামী, ২/৪৫৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/১২৭; মিরাক্বুল ফাল্লাহ, ৩৭৬) এখন প্রশ্ন হল তাশাহুদের পর কতটুকু দরুদ শরীফ পড়লে সেজদায়ে সাহু আবশ্যক হয়? শুরু করলেই? না পুরোটা পড়লে? এ ব্যাপারে ফুক্বাহায়ে কিরাম বলেন-তাশাহুদের পর শুধুমাত্র ৪২ হরফ পরিমাণ পড়লে তথা “আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ” পর্যন্ত পড়লে সেজদায়ে সাহু আবশ্যক হয়ে যায়। (আহসানুল ফাতওয়া, ৪/২৯-৩০; ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ২/৪০০; ফাতাওয়ায়ে শামী, ২/৪৫৬)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া
- সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়ে ফেললে
- দরূদ ও দুআয়ে মাসুরা পড়ার আগেই ইমাম সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি
- দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়া
- দরূদে মাহী দরূদে লাখী দরূদে তাজ দুআয়ে গঞ্জুল আরশ ইত্যাদি দুআ দরূদ পড়ার হুকুম কি
- দুই রাকাত বিশিষ্ট নামাযে তাশাহুদের পর দাঁড়িয়ে গেলে করণীয়
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া
- মাসবূক যদি ইমামের পিছনে ভুল করে