
প্রশ্ন
আমরা রমযানে ও তাবলীগের চিল্লার জন্য বের হয়ে থাকি। চিল্লা থেকে ফিরে এসে মাদরাসায় ২/৩ দিন থাকতে হয়। আমরা জানি, মাদরাসা ওয়াতনে ইকামাত। অপর দিকে ওয়াতনে আছলী মাদরাসা থেকে মুদ্দতে সফর থেকেও বেশি দূরে। এখন প্রশ্ন হল, তাবলীগের সফর দ্বারা ওয়াতনে ইকামাত বাতিল হবে কি না এবং মাদরায় ফিরে এসে ২/৩ দিন থাকলে কসর করতে হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত অবস্থায় মাদরাসায় অল্প সময়ের জন্য ফিরে এলেও আপনি মুকীম হবেন। কেননা, মাদরাসা আপনার জন্য ওয়াতনে ইকামত। আর ওতনে ইকামত শুধু সফর দ্বারা বাতিল হয় না; আপনি ঐ স্থান একেবারে ত্যাগ করার নিয়তে সামানপত্র নিয়ে সফর করলে তখনই এখানকার ইকামত বাতিল হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩৬
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪২
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩২
আনুষঙ্গিক ফতোয়া
- নিজ বাড়িতে গেলে ওয়াতনে ইকামত বাতিল হবে কিনা
- বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমান ভাইদের ইসলামের দিকে ডাকার জন্যে চল্লিশ দিন(চিল্লা) কিংবা চার মাসের(তিন চিল্লা) যে চল আমরা দেখি এ সম্পর্কে কি বিধান রয়েছে
- চাকুরীস্থল থেকে নিজ বাড়ীতে গেলে জামা‘আতের সহিত কসর আদায়ের নিয়ম
- ইকামত থেকে নিজ বাড়িতে গেলে কসর করার হুকুম
- ৪৮ মাইল ব্যবধানে দুটি বাড়ি থাকলে কসর করার হুকুম
- তাবলীগের জামাতে প্রচলিত গাস্তে যাওয়ার পদ্ধতি এবং ৩ দিন,৪০দিন আর ১২০ দিনের হাদিসের দলিল কি
- চার ইমামের চার মাযহাবের কারণে বিভক্তি ছড়িয়ে পড়েছে এজন্য চার ইমামকেই ছেড়ে দিতে হবে একতা রক্ষার জন্য”
- কর্মস্থলের অস্থায়ী আবাসস্থলে কসর বা পূর্ণ নামায আদায়ের হুকুম