নামায Fatwa Cover

ছবি সম্বলিত কাপড় পরে নামায হবে কিনা

মাসিক আল কাউসারনামায


প্রশ্ন

শীতকালে আমাদের এলাকায় কোনো কোনো যুবক এমন কাপড় পরিধান করে, যাতে বিভিন্ন প্রাণীর ছবি থাকে। কখনো কখনো এ ধরনের কাপড় নিয়ে তারা নামাযও পড়ে। প্রশ্ন হচ্ছে, এ কারণে নামাযের কোনো সমস্যা হবে কি না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রাণীর স্পষ্ট ছবি, যা দৃশ্যমান- এমন কাপড় পরিধান করা মাকরূহ। এবং এ ধরনের কাপড় পরে নামায পড়াও মাকরূহ। এ থেকে বেঁচে থাকা আবশ্যক। তবে এমন কাপড় পরে নামায পড়া মাকরূহ হলেও নামায আদায় হয়ে যাবে। তা পুনরায় পড়তে হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • আলহাবিল কুদসী, খন্ড: , পৃষ্ঠা: ২০৯
  • হালবাতুল মুজাল্লী, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭