
প্রশ্ন
শীতকালে আমাদের এলাকায় কোনো কোনো যুবক এমন কাপড় পরিধান করে, যাতে বিভিন্ন প্রাণীর ছবি থাকে। কখনো কখনো এ ধরনের কাপড় নিয়ে তারা নামাযও পড়ে। প্রশ্ন হচ্ছে, এ কারণে নামাযের কোনো সমস্যা হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রাণীর স্পষ্ট ছবি, যা দৃশ্যমান- এমন কাপড় পরিধান করা মাকরূহ। এবং এ ধরনের কাপড় পরে নামায পড়াও মাকরূহ। এ থেকে বেঁচে থাকা আবশ্যক। তবে এমন কাপড় পরে নামায পড়া মাকরূহ হলেও নামায আদায় হয়ে যাবে। তা পুনরায় পড়তে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৮
- মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১২
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩৯
- আলহাবিল কুদসী, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৯
- হালবাতুল মুজাল্লী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭