
প্রশ্ন
এক ব্যক্তি ওমরা করার সময় সাঈতে ছয় চক্কর দিয়েই মাথা মুড়িয়ে হালাল হয়ে যায়। এরপর সে আর সাঈর বাকি চক্কর পূর্ণ করেনি। এভাবেই দেশে চলে আসে। প্রশ্ন হল, তার ওমরা সহীহ হয়েছে কি না? সহীহ না হলে তার কী করণীয়? আর যদি সহীহ হয়ে থাকে তাহলে তার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে সাঈর সপ্তম চক্কর ছুটে গেলেও ওমরা আদায় হয়ে গেছে। তবে এক চক্কর ছুটে যাওয়ার কারণে এক ফিতরা পরিমাণ সদকা করা ওয়াজিব হয়েছে। এক্ষেত্রে মক্কা এলাকার হিসাব অনুযায়ী সদকা দিবে। আর এ সদকা চাইলে দেশের ফকীর-মিসকীনকেও দেওয়া যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমাবসূত, সারাখসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৫১
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৫৮
আনুষঙ্গিক ফতোয়া
- তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে করণীয়
- তাওয়াফে যিয়ারতের ছয় চক্কর করার পর সূর্য ডুবে গেলে করণীয়
- তাওয়াফে যিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এলে করণীয়
- হজ্বের মধ্যে যদি কেউ ১১ তারিখে কুরবানী করে এবং ১১ তারিখেই হালাল হয়ে যাওয়া
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- পশু পাখির কোন দিকে মাথা রেখে যবেহ করতে হয়
- এক মুহরিম ব্যক্তি অপর মুহরিম ব্যক্তির চুল কাটতে পারবে কি না
- হারাম টাকা উপার্জনকারীর সাথে কুরবানী দেয়ার হুকুম কি