
প্রশ্ন
একব্যক্তি জানাযার নামাযের জন্য অযু করে জানাযার নামায আদায় করে। কিছুক্ষণ পর আসরের সময় হলে সে ঐ অযু দ্বারাই আসরের নামায আদায় করে। বিষয়টি একজনকে জানানো হলে সে বলল, জানাযার জন্য কৃত অযু দ্বারা অন্য নামায আদায় করা যায় না। তাই তার নামায হয়নি। আসল মাসআলা জানতে চাই।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
লোকটির কথা ঠিক নয়। জানাযার উদ্দেশ্যে কৃত অযু দ্বারাও ফরয, নফল সব ধরনের নামাযই আদায় করা জায়েয। তাই ঐ অযু দ্বারা আদায়কৃত আসরের নামাযটি সহীহ হয়েছে। শরয়ী তরীকায় অযু করলে তা দ্বারা যে কোনো নামাযই আদায় করা যায় এবং ঐ সকল আমল করা যায় যার জন্য অযু জরুরি।
- والله اعلم باالصواب -
সুত্র
- ইমদাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭
আনুষঙ্গিক ফতোয়া
- জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ ও ২য় বার জানাযার নামায
- জানাযার নামাযের জন্য মাইকিং করা
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া
- ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া
- দ্বিতীয়বার জানাযার নামায
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- অজু করতে গেলে জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে করণীয়
- জানাযার নামাযে মুক্তাদির জন্য দু‘আ-দরুদ পড়া