মৃত্যু ও আনুষঙ্গিক Fatwa Cover

জানাযার নামাযের জন্য মাইকিং করা

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক


প্রশ্ন

মৃত ব্যক্তির জানাযার নামায পড়ার জন্য মাইকে গ্রামের চতুর্দিকে ঘোষণা করা জায়িয কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মুসলমান মৃত ব্যক্তির জানাযায় নামাযে শরীক হওয়া আত্মীয়-স্বজন ও মহল্লাহবাসীর জন্য জরুরী কাজ। আর জানাযার নামাযে অংশগ্রহণ করা কেবল অবগত হলেই সম্ভব। তাই সীমার ভিতরে থেকে মাইকে জানাযার নামাযের ঘোষণা করতে কোন অসুবিধা নেই। তবে নাম-ধামের উদ্দেশ্যে অথবা পাড়ায় পাড়ায় বা অলি-গলিতে ক্যানভাস করে বেড়ানো পছন্দনীয় নয়।

- والله اعلم باالصواب -