
প্রশ্ন
আজ কাল প্রায়ই জানাযার নামাযের কাতার নিয়ে এক প্রকার বিতর্কে লিপ্ত হতে দেখা যায়। কেহ বলে, নামাযের কাতার ইমাম সাহেবকে নিয়ে বেজোড় হবে, আবার কেহ বল ইমাম সাহেব ব্যতীত বেজোড় হবে। তার শরয়ী সমাধান কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জানাযার নামাযের কাতার ইমাম ব্যতীত বেজোড় হবে। কেননা ইমাম সাহেব কোন কাতারের অন্তর্ভূক্ত নন। সুতরাং যারা বলেছেন ইমাম ব্যতীত বেজোড় হবে তাদের কথাই ঠিক।
- والله اعلم باالصواب -
সুত্র
- মিশকাত, পৃষ্ঠা: ১৪৭
আনুষঙ্গিক ফতোয়া
- জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ ও ২য় বার জানাযার নামায
- ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া
- দ্বিতীয়বার জানাযার নামায
- জানাযার নামাযের জন্য মাইকিং করা
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযার ইমামতি
- কাতারে দাগ রাখার উদ্দেশ্য
- জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে জানতে চাই
- সামনের কাতারে ফাকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো