
প্রশ্ন
জানাযার নামাযে রুকু, সিজদা, বৈঠক নেই কেন?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জানাযা নামায মূলতঃ মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনার জন্য দু‘আ বিশেষ। আর সে দু‘আ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ পদ্ধতিতেই শিক্ষা দান করেছেন। অর্থাৎ উক্ত দু‘আর মধ্যে রুকু-সিজদা থাকবে না। আর একারণেই জানাযার পর মুর্দাকে সামনে রেখে অতিরিক্ত দু‘আ বা মুনাজাতের বিধান নেই। সার কথা, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ ভাবেই মুর্দার জন্য দু‘আ শিখিয়েছেন। এটাই আসল। এর পর আমাদের জন্য কোন কারণ খোঁজার দরকার নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- আল-বাহরুর রায়িক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৮৩
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬,৪৩১
- বাদায়িউস সানায়ি, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১৪
আনুষঙ্গিক ফতোয়া
- কুনূত না পড়ে রুকূতে যাওয়ার উপক্রম হলে
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ ও ২য় বার জানাযার নামায
- ভুলে রুকুতে যাওয়ার পর পেছন থেকে লোকমা দিলে করণীয়
- ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- দ্বিতীয়বার জানাযার নামায
- জানাযার নামাযের জন্য মাইকিং করা