নামায Fatwa Cover

জানাযার নামাযে ৪ তাকবীরের বেশি দেওয়া

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

জানাযার নামাযে ইমাম সাহেব ভুলবশতঃ পাঁচ তাকবীর বলে সালাম ফিরিয়ে নামায শেষ করেন এবং এ অবস্থায়ই মৃত ব্যক্তিকে দাফন করা হয়। উক্ত জানাযার নামায সহীহ হয়েছে কি? যদি তা সহীহ না হয়ে থাকে, তাহলে এ মুহূর্তে আমাদের করণীয় কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামাযে যদি ইমাম সাহেব পাঁচ তাকবীর বলে থাকেন, তাহলে এর দ্বারা নামায ফাসিদ হবে না। বরং নামায আদায় হয়ে গেছে। সুতরাং উক্ত নামায পুনরায় আদায় করতে হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৮৭
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৭
  • তাহতাবী, পৃষ্ঠা: ৪৩৪