
প্রশ্ন
জানাযার নামায পড়িয়ে বিনিময় নেওয়া কি জায়েয?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জানাযার নামাযের ইমামতি করে বিনিময় নেওয়া জায়েয নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ১১৪
- তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩৭
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৫৫
- আলইখতিয়ার লিতালীলিল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৬২
আনুষঙ্গিক ফতোয়া
- জানাযার নামায পড়িয়ে বিনিময় গ্রহণ
- জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ ও ২য় বার জানাযার নামায
- তারাবির ইমামতি করে বিনিময় গ্রহণ
- খতম তারাবীর বিনিময়ে হাদিয়া গ্রহণ
- ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া
- দ্বিতীয়বার জানাযার নামায
- জানাযার নামাযের জন্য মাইকিং করা
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযার ইমামতি