মৃত্যু ও আনুষঙ্গিক Fatwa Cover

জানাযার নামায পড়িয়ে বিনিময় গ্রহণ

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক


প্রশ্ন

জানাযার নামায পড়ে অথবা পড়িয়ে বিনিময় গ্রহণ করা অথবা এর বিনিময় প্রদান করা জায়িয হবে কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামায পড়ে অথবা পড়িয়ে বিনিময় গ্রহণ করা কোন অবস্থাতেই বৈধ নয়, বরং এটা হারাম এবং বিনিময় প্রদান করাও জায়িয নয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৫
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৪