
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জানাযা নামাযের বিনিমিয় বা হাদিয়াম গ্রহণ জায়িয নয়। কোন মৃত ব্যক্তির জানাযা যদি তার অভিভাবক ব্যতীত অন্যেরা পড়ে নেয় এবং এ জানাযা পড়া যদি অভিভাবকের বিনা অনুমতিতে হয়, তবে স্বয়ং অভিভাবক ইচ্ছা করলে দ্বিতীয়বার মৃতের জানাযা পড়তে পারেন। কিন্তু প্রথম জানাযায় যারা শরীক হয়েছে, তাদের জন্য দ্বিতীয়বার শরীক হওয়া জায়িয নয়। তবে দ্বিতীয় বার জানাযা পড়া ওয়াজিব নয়, বরং প্রথম বার জানাযা পড়ার দ্বারা জানাযার ওয়াজিব আদায় হয়ে গিয়েছে। এখানে জ্ঞাতব্য যে, যদি কোন ব্যক্তির একই শ্রেণীর একাধিক অভিভাবক থাকে, যেমন- মৃত ব্যক্তির কয়েকজন বালেগ ছেলে আছে। এমতাবস্থায় তাদের থেকে যদি কোন একজন একবার নামায পড়ে ফেলে, অথবা অন্যকে পড়ার অনুমতি প্রদান করে, চাই মাসআলা জেনে হোক, বা না জেনে হোক তবে অন্য অভিভাবকরা দ্বিতীয়বার নামাযে জানাযা পড়তে পারে না। কেননা দ্বিতীয় বার পড়ার দ্বারা তা নফলের মধ্যে গন্য হয়। আর জানাযার নামায নফল হিসাবে বৈধ নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাহতাবী, পৃষ্ঠা: ৩২৪
আনুষঙ্গিক ফতোয়া
- জানাযার নামায পড়িয়ে বিনিময় গ্রহণ
- দ্বিতীয়বার জানাযার নামায
- জানাযার নামায পড়িয়ে বিনিময় গ্রহন
- ওয়াক্তিয়া নামাযের পূর্বে জানাযার নামায পড়া
- জানাযার নামাযের জন্য মাইকিং করা
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযার ইমামতি
- জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে জানতে চাই
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া