
প্রশ্ন
পরকালে জান্নাতী ও জাহান্নামীদের দেহের আকৃতি গঠন কি একই রকমের হবে নাকি পার্থক্য থাকবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পরকালে জান্নাতী ও জাহান্নামীদের দেহের আকৃতি এক ধরণের হবে না। বরং ভিন্ন ভিন্ন হবে। যেমন- জান্নাতীদের শরীর ষাট হাত লম্বা হবে এবং সে অনুপাতে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হবে। আর জাহান্নামীদের শরীর কত গজ লম্বা হবে তার স্পষ্ট বর্ণনা আমরা কোন হাদীসে পাইনি। তবে হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিয়েছেন, তার দ্বারা অনুমান করা যায় যে, জাহান্নামীদের দেহ বিশাল হবে। যাতে করে তারা বেশী করে আযাবে ভুগতে পারে। যেমন- হযরত আবূ হুরাইরা রাযি. বর্ণনা করেছেন যে, হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম ইরশাদ করেন- কাফেরদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মত বড় হবে এবং রানগুলো হবে বাইযা পাহাড়ের মত বৃহৎ, আর তাদের বসার স্থান হবে দ্রুত বেগে তিন দিন তিন রাত চলার পথের সমান। হযরত ইবনে উমর রাযি. হতে বর্ণিত আছে, হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম ইরশাদ করেন কাফিরের জিহ্বা টেনে তিন মাইল অথবা ছয় মাইল পর্যন্ত লম্বা করে বিছানো হবে। মানুষ তার উপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করবে। হযরত আবূ হুরাইরা রাযি. থেকে অন্য একটি হাদীসে বর্ণিত আছে, হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া-সাল্লাম ইরশাদ করেন- কাফিরদের চামড়ার পুরুত্ব হবে ৪২ হাত। দাঁত হবে উহুদ পাহাড়ের মত, বসার স্থান হবে মক্কা হতে মদীনা পর্যন্ত পথের সমান।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া আযীযী, পৃষ্ঠা: ৩০
- তিরমিযী শরীফ, খন্ড: ২, পৃষ্ঠা: ৮৫
- হায়াতে আদম, পৃষ্ঠা: ৫০
আনুষঙ্গিক ফতোয়া
- পৃথিবীতে মানুষের কি পুনর্জন্ম হয়
- জান্নাতের জন্য ইবাদত করা
- নবীজী সাঃ এর পিতা মাতা জান্নাতী না জাহান্নামী এ বিষয়ে আলোচনা করা উচিত নয়
- কাফেরদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতী নাকি জাহান্নামী?
- জান্নাতে নারীদের বিশেষ প্রতিদান
- ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে
- নাবালেগ সন্তান মারা গেলে জান্নাতি হবে না জাহান্নামী
- তাকদীরের উপর নির্ভর করে আমল ছেড়ে দেয়া