
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সহীহ হাদীসে আছে, হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, একবার হযরত জিবরীল আ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই যে খাদীজা রা. আপনার কাছে আসছেন, তাঁর সাথে একটি পাত্র রয়েছে, যাতে তরকারি আছে বা (বর্ণনাকারী বলেন) খাবার অথবা পানীয়। তিনি আপনার কাছে এসে পৌঁছলে তাঁকে তাঁর রবের পক্ষ থেকে সালাম বলবেন এবং তাঁকে জান্নাতে একটি বাঁশের ঘরের সুসংবাদ দিবেন, যেখানে কোনো শোরগোল এবং ক্লান্তি থাকবে না। (সহীহ বুখারী ৫৩৯; সহীহ মুসলিম ২/২৮৪) তবারানী শরীফের একটি রেওয়ায়েতে আছে, হযরত ফাতেমা রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে, ঘরটি কি (দুনিয়ার) এই বাঁশের তৈরি হবে? উত্তরে তিনি বলেছেন, না; তা হবে মুক্তা ও ইয়াকূত পাথরে গাঁথা বাঁশের দ্বারা তৈরি। (তবারানী, কাবীর, ১/২৭৪; মাজমাউয যাওয়াইদ ৯/৩৫৮) সুতরাং উক্ত হাদীসে বাঁশ দ্বারা দুনিয়ার সাধারণ বাঁশ উদ্দেশ্য নয়। হাফেয ইবনে হাজার আসকালানী রাহ. আল্লামা ইবনুত ত্বীনী রাহ. থেকে বর্ণনা করেন যে, হাদীসে বাঁশ দ্বারা উদ্দেশ্য হল ফাঁপা প্রশস্ত মণি-মুক্তা।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতহুল বারী, খন্ড: ৭, পৃষ্ঠা: ১৭১
- শরহু মুসলিম, নববী, খন্ড: ১৫, পৃষ্ঠা: ২০০
আনুষঙ্গিক ফতোয়া
- হযরত মুসআব ইবনে উমায়ের এবং হযরত আনাস বিন নযর রা. -এর শাহাদাত বরণ
- জান্নাতে নারীদের বিশেষ প্রতিদান
- হযরত হাসান ও হুসাইন রাঃ কি সত্যিই জান্নাতে যুবকদের সর্দার হবেন
- জান্নাতের জন্য ইবাদত করা
- ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে
- নাবালেগ সন্তান মারা গেলে জান্নাতি হবে না জাহান্নামী
- যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে” এ বক্তব্যটি হাদীস কি না
- জান্নাতী ও জাহান্নামীদের দেহের আকৃতি