
প্রশ্ন
পুরুষরা যদি জান্নাতে যায়, তাহলে সেখানে তাদের জন্য হুরের ব্যবস্থা রয়েছে। কিন্তু মেয়েদের জন্য কিসের ব্যবস্থা রয়েছ? জানতে ইচ্ছুক।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জান্নাতবাসী মহিলার জন্য তার দীনদার স্বামীকেই দেয়া হবে এবং তাকে জান্নাতের হুরদের সরদার বানিয়ে দেয়া হবে। মোট কথা, হুরদের চেয়ে দুনিয়ার জান্নাতী মহিলাদের মর্যাদা বেশী হবে। তবে দুনিয়ার কারো সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে যে মহিলার ইন্তিকাল হয়, তাকে দুনিয়ার পুরুষদের মধ্যে হতে যে কোন একজনকে বেছে নেয়ার অধিকার দেয়া হবে। যাকে সে পছন্দ করবে, তার সঙ্গেই সেখানে তার বিবাহ হবে। যদি সে কাউকে পছন্দ না করে, তাহলে আল্লাহ তা‘আলা একজন পুরুষ সৃষ্টি করে উক্ত মহিলাকে তার সঙ্গে বিবাহ দিবেন। উল্লেখ্য জান্নাতের মধ্যে সকলের সব ধরনের খাহেশ পূর্ণ করা হবে সত্য, কিন্তু মহিলাদের তবীয়তের মধ্যে যেহেতু একাধিক স্বামীর কোন খাহেশই থাকে না, বরং এটাকে তারা দোষণীয় মনে করে এবং এটাকে তারা মেয়েদের নষ্ট চরিত্র বলে বিশ্বাস করে। সুতরাং তাদেরকে একাধিক স্বামী দিয়ে জান্নাতের মধ্যে আযাব দেয়ার প্রশ্নই উঠে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- কানযুল উম্মাহ্, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৪৭৮
- আপকে মাসায়িল আওর উনকা হল, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪৬
- ফাতাওয়া আব্দুল হাই, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৪
আনুষঙ্গিক ফতোয়া
- বুখারীর হাদীসে নারীদের কি অর্থে অপয়া বলা হয়েছে
- ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে
- জান্নাতের জন্য ইবাদত করা
- মহিলাদের জন্য পুরুষ বক্তাদের চেহারা দেখে বয়ান শোনার হুকুম কী
- ‘মাকামে মাহমুদ’-এর অর্থ
- প্রতিদিন নফল নামায পড়ার মান্নত করা
- একাধিকবার বিবাহ হওয়া মহিলার স্বামী জান্নাতে কে হবে
- গাড়ি ভাড়া নিয়ে ব্যবহার না করলে