
প্রশ্ন
কোনো মাসবুক যদি ইমাম সাহেবকে রুকুতে পায় অতপর মাসবুক ইমামের সাথে মাত্র একবার রুকুর তাসবীহ পড়তে পেরেছে, দ্বিতীয় তাসবীহ শেষ করার আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে মাসবুকের নামাযের হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমামকে স্বল্প সময়ের জন্য রুকুতে পেলেই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হয়। ইমামের সাথে রুকুর তাসবীহ পড়া জরুরি নয়; তবে এক্ষেত্রে ইমামকে রুকু অবস্থায় পাওয়ার পর ইমাম উঠে গেলেও সে একবার তাসবীহ পড়ে উঠবে। কেননা রুকুতে এক তাসবীহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি ঐ রাকাত পেয়েছে এবং তার নামায সহীহভাবেই আদায় হয়েছে। হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেয়ে ইমাম (রুকু থেকে) মাথা উঠানোর পূর্বে রুকুতে শামিল হল সে (ঐ) রাকাত পেয়ে গেল।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে কুবরা, বায়হাকী, খন্ড: ২, পৃষ্ঠা: ৯০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১২০
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭৯
- হাশিয়াতুত তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ২৪৭
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৬১
আনুষঙ্গিক ফতোয়া
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- নবাগত মুক্তাদী রুকূতে যাওয়ার সাথে সাথেই ইমাম রুকূ হতে উঠে গেলে
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- ঈদের নামাযে শেষ রাকা‘আতের রুকুতে শরিক
- রুকু সিজদার তাসবীহ তিনবারের কম পড়া
- রাকাত পাওয়ার জন্যে ইমামের সাথে রুকুর ন্যূনতম সময়
- যাকাত পাওয়ার জন্য রুকুর ন্যূনতম সময়
- ঈদের নামাযের ঠিক আগ' মুহুর্তে অজু ভেঙে গেলে করনীয়