
প্রশ্ন
মসজিদে ইমাম ও মুআযযিন এবং নামাযের সময় নির্ধারিত থাকার পরও স্থান সংকুলান না হওয়ার কারণে দ্বিতীয় জামা‘আত করা যাবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত মসজিদে দ্বিতীয়বার জামা‘আত করা যাবে না। সুতরাং মসজিদে মুসল্লীগণের স্থান সংকুলান না হলে, সংকুলান হওয়ার মত ব্যবস্থা করা উচিত। আর ব্যবস্থা গ্রহণের পূর্ব পর্যন্ত পার্শ্ববর্তী কোন মসজিদে জামা‘আতের সাথে মুসল্লীগণ নামায আদায় করবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- রুদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৫৩
- আল মাবসূত, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৫
- হিনদিয়্যাহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫৬
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদে দ্বিতীয় জামা‘আত
- বাড়িতে জামা‘আতের সাথে তারাবীহের নামায আদায়
- কেবল মাত্র স্বামী-স্ত্রীর জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায়
- মসজিদে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন
- শরয়ী উযর ব্যতিত জামা‘আত তরক করা
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?
- লকডাউনের কারণে মসজিদে একাধিক জামাত পড়ার হুকুম
- বন্ধকী জমি মসজিদের জন্য ওয়াকফ করা