
প্রশ্ন
আমরা যখন নামাযের মুসাল্লায় দাঁড়াই, তখন আমরা ইন্নীওজ্জাহতু এই পূর্ণ দু‘আটি পড়ি। এই দু‘আটি পড়ার কোন দলীল আছে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযে দাঁড়িয়ে নামায শুরু করার পূর্বে জায়নামাযের দু‘আ হিসেবে ইন্নী ওজ্জাহতু দু‘আটি পড়ার যে প্রচলন রয়েছে, কুরআন ও হাদীসে এর কোন ভিত্তি পাওয়া যায় না। বরং হাদীসে নফল নামাযের সানার স্থানে এ দু‘আটি পড়া হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। সুতরাং তাকবীরে তাহরীমা পূর্বে দু‘আটি না পড়া উচিত।
- والله اعلم باالصواب -
সুত্র
- আল বাহরুর রায়িক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১০
- ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৩১৬