
প্রশ্ন
জায়নামাযে দাঁড়িয়ে “ইন্নী ওয়াজ্জাহতু” এই দু‘আ পড়া কি ? অনেকে বলে এই দু‘আ হাদীসে নেই। এমতাবস্থায় এ দু‘আ পড়লে নামাযের কোন ক্ষতি হবে কি-না ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ফরয নামাযের প্রথমে উক্ত দু‘আ পড়লে নামাযের কোন ক্ষতি হবে না সত্য, তবে না পড়াই ভাল। সুন্নাত ও নফল ইত্যাদি নামাযের মধ্যে তাহরীমার পর সানার পূর্বে পড়তে পারে। কেউ যদি এই দু‘আ না পড়ে তাতে নামাযের কোন ক্ষতি হয় না। বরং তাহরীমার পূর্বে জায়নামাযের জন্য বিশেষ কোন দু‘আ নির্ভরযোগ্য হাদীসের কিতাবে পাওয়া যায় না। তাই না পড়াটাই বাঞ্ছনীয়। অনেকে ধরাবাঁধা নিয়মে নামাযের অঙ্গ হিসেবে তাহরীমার পূর্বে এরূপ জায়নামাযের দু‘আ পাঠকে বিদ‘আত আখ্যা দিয়েছেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আল-বাহরুল রায়িক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১০
- ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৩১৬
আনুষঙ্গিক ফতোয়া
- জায়নামাজের দোয়া
- জায়নামাযে দাঁড়িয়ে ইন্নীওজ্জাহতু পড়া
- নাপাক স্থানে জায়নামায বিছিয়ে নামায পড়লে হবে কি
- জায়নামায বিছিয়ে নামায পড়া
- দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে করণীয়
- জায়নামাযের দু'আ নামে কিছু পড়লে কি নামায নষ্ট হয়ে যাবে
- নফল নামাজ বসে পড়ার হুকুম
- দুই রাকাত বিশিষ্ট নামাযে তাশাহুদের পর দাঁড়িয়ে গেলে করণীয়