
প্রশ্ন
আমরা এখানে জিদ্দায় যারা প্রবাসী অবস্থায় কর্মরত আছি, তাদের জন্য কোন হজ্জ করা উত্তম?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মীকাতের মধ্যে অবস্থানরত স্থানীয় বা প্রবাসী যারা আছেন, তারা শুধু মাত্র ‘হজ্জে ইফরাদ’ পালন করবে। তাদের জন্য ক্বিরান বা তামাত্তু করার অনুমতি নেই। তারা সুযোগ মত বছরের মাঝে যার যখন সুযোগ হয়, ইহরাম বেঁধে এসে উমরাহ করে যাবেন। উমরার জন্য কয়েকবার বাইতুল্লাহে আসতে পারেন।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- গায়রে মাহরামের সাথে হজ্জের সফর করা
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- মহিলার জন্য জমি বিক্রি করে হজ্জ করা
- বৃদ্ধা মাতাকে রেখে হজ্জে যাওয়া
- স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরজ হওয়ার জন্য সম্পদের পরিমাণ