
প্রশ্ন
যিলহজ্ব মাসের প্রথম দশকে চুল, নখ ইত্যাদি না কাটার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন হল, দশ তারিখ কখন কাটবে? কুরবানীর আগে নাকি পরে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যিলহজ্ব মাসের প্রথম দশকে চুল, নখ ইত্যাদি কাটবে না। বরং দশ তারিখ নিজের কুরবানী সম্পন্ন হওয়ার পর নখ, চুল কাটবে। হাদীসে বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে। নিম্নে উদ্ধৃতি পেশ করা হল।
- والله اعلم باالصواب -
সুত্র
- মিরকাত, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩০৬
- বাযলুল মাজহূদ, খন্ড: ১৩, পৃষ্ঠা: ১২
- শরহুল মুহাযযাব, খন্ড: ৮, পৃষ্ঠা: ৩৬২
- আলইনসাফ, খন্ড: ৪, পৃষ্ঠা: ১০৯
- আশশরহুল কাবীর, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০০
- সহীহ মুসলিম, হাদীস নম্বর: ১,৯৭৭
- সুনানে আবু দাউদ, হাদীস নম্বর: ২,৭৯১
- সুনানে নাসাঈ, হাদীস নম্বর: ৪,৩৬২
আনুষঙ্গিক ফতোয়া
- জিলহজ্জ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল
- ১লা তারিখ থেকে কুরবানী করার পূর্ব পর্যন্ত নখ, চুল না কাটা
- নখ কাটার তারতীবের সুন্নত
- কাতারের মাঝে ফাঁকা রেখে দাঁড়ানো
- পিছনের কাতারে একাকী দাঁড়ানো।
- প্রথম কাতারে মাসবূক থাকা অবস্থায় ইমাম সাহেবের মুসল্লিদের দিকে ফিরে বসা
- কাতারে দাগ রাখার উদ্দেশ্য
- হাইয়্যা আলাস সালাহ বলার সময় দাড়ানো