
প্রশ্ন
জুমু‘আর সানী আযানের জবাব দিতে হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জুমু‘আর সানী আযানের জবাব মুখে উচ্চারণ করে দেয়া নিষেধ। তবে মনে মনে দেয়া যেতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১২৫
- দারূল উলুম, খন্ড: ৫, পৃষ্ঠা: ৫৯
- বাদায়েসুস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৪
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৩