মসজিদ-মাদ্রাসার বিধান Fatwa Cover

জুম‘আর খুৎবার সময় টাকা কালেকশন

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান


প্রশ্ন

জুম‘আর নামাযের সময় খুৎবাহ চলাকালীন সময়ে মসজিদের দান বাক্স চালান এবং নামাযী ব্যক্তির সামনে দিয়ে হেঁটে- হেঁটে টাকা-পয়সা কালেকশন করা জায়িয কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর দিন ইমাম যখন মিম্বারে বসেন এবং খুৎবার আযান শুরু হয়ে যায়, তখন থেকে বাক্স চালানো নাজায়িয ও হারাম। শুধু বাক্স চালানো নয়, বরং নামাযের সময় যেসব বিষয় নাজায়িয, খুৎবার সময়ও ঐসব বিষয় নাজায়িয। নামাযীর সামনে দিয়ে যেমন মুসল্লীদের যাতায়াত নাজায়িয। তদ্রুপভাবে মুসল্লী ছাড়া অন্য যে কোন জিনিসের যাতায়াত করানোও নাজায়িয। মোটকথা, নামাযী ব্যক্তির সামনে দিয়ে বা খুৎবাহ চলাকালীন সময়ে খুৎবা শ্রবণকারীদের সামনে দিয়ে এমন কোন কাজ করা জায়িয নয়, যার দ্বারা নামাযের মধ্যে বা খুৎবা শ্রবনের মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়। সুতরাং তার সামনে দিয়ে বাক্স চালান বা হেঁটে-হেঁটে টাকা-পয়সা কালেকশন করা জায়িয নয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯