
প্রশ্ন
আমাদের এলাকায় সকলে মিলে একজন গরীব লোককে টাকার বিনিময়ে মসজিদে ই’তিকাফ করার জন্য বসিয়ে দেয়। এখন প্রশ্ন হলো টাকার বিনিময়ে ই’তিকাফ করানো জায়িয আছে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিনিময় নিয়ে ই’তিকাফ করা বা করানো জায়িয নেই। কেননা ই’তিকাফ এটা খালেছ ইবাদত আর ইবাদতের বিনিময় দেওয়া এবং নেওয়া উভয় নাজায়িয। তবে যদি কোন এলাকায় ই’তিকাফ বিনিময় দেওয়া-নেওয়ার প্রচলন না থাকে এবং কোন দরিদ্র ব্যক্তি কোন দুনিয়াবী প্রতিদান ছাড়াই ই’তিকাফ করে। এরপর এলাকার লোকজন তাকে কিছু টাকা-পয়সা দান করে বা হাদিয়া দেয়, তাহলে এই টাকা দেওয়া-নেওয়া উভয়ই জায়িয হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়ায়ে শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৯৯
- মাসায়িলে ই’তিকাফ, পৃষ্ঠা: ১৫
আনুষঙ্গিক ফতোয়া
- টাকা দিয়ে রমযানে এতেকাফ বসানো
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া
- ইতিকাফ অবস্থায় হাফেজ সাহেবের অন্য মসজিদে তারাবীহ পড়ানো
- ইতিকাফ অবস্থায় আজান দেওয়ার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কিনা
- মসজিদে দানকৃত পণ্য মসজিদে নিলামে বিক্রি
- পঞ্চেগানা মসজিদে এতেকাফে বসা
- ইতিকাফ অবস্থায় প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে আলাপচারিতায় লিপ্ত হলে ইতিকাফ নষ্ট হবে কি না
- রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া