
প্রশ্ন
আমাদের এলাকায় এক রমযানে ইতিকাফের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিল না। অবশেষে মহল্লাবাসী মিলে একজন দিনমজুরকে ঠিক করল যে, সে মসজিদে ইতিকাফ করবে। বিনিময়ে তাকে ঐ দিনগুলোতে কাজ করলে যে পরিমাণ মজুরি সে পেত তাকে তা দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এভাবে টাকা দিয়ে ইতিকাফে বসানোর দ্বারা ইতিকাফের দায়িত্ব আদায় হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিনিময় নিয়ে ইতিকাফ করা বা করানো সম্পূর্ণ নাজায়েয। কারণ ইতিকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া-নেওয়া নাজায়েয। ঐ লোকের ইতিকাফ দ্বারা সুন্নতে মুয়াক্কাদা (কেফায়া) এর দায়িত্ব আদায় হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫১
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ১১৭
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪
- মাবসূত, সারাখসী, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৩৭
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ১১৪
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩২৫
- ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩৭
আনুষঙ্গিক ফতোয়া
- পারিশ্রমিক দিয়ে এতেকাফে বসানো
- ইফতার ফান্ডের অতিরিক্ত টাকা কী করবে
- রমজানের কাযা রোজার নিয়ত কখন করবে
- কাফফারার টাকা দিয়ে ইয়াতীমখানা নির্মাণ
- সুদের টাকার বিধান, সুদের টাকা দিয়ে হজ্ব ও সাইয়্যেদ বংশীয়কে যাকাত দেয়া প্রসঙ্গে
- রমজান মাসে রোজা অবস্থায় মাসিক শুরু হলে করণীয়
- খুৎবার পূর্বে বয়ান দেয়ার নিয়ম
- এতেকাফ অবস্থায় আযান দেওয়া